আবার জাপানের প্রধানমন্ত্রী হলেন শিনজো আবে

In this Oct. 18, 2017 photo, Japan's Prime Minister and President of the ruling Liberal Democratic Party Shinzo Abe waves to the crowd in support for his party's candidate during an election campaign for the upcoming lower house election in Tokyo. Media polls indicate Abe’s ruling coalition will handily win a general election Sunday, Oct. 22 possibly even retaining its two-thirds majority in the more powerful lower house of parliament (AP Photo/Shizuo Kambayashi)

জাপানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবে বিপুল ভোটে জয়লাভ করেন। আবের ক্ষমতাসীন জোট সংসদ ৪৬৫ টি আসনের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে। রোববারের ভোটের পর সংবাদ সম্মেলনে আবে বলেন, “জাপানের জনগণের শক্তিশালী সমর্থন আমরা অর্জন করতে পেরেছি, আমাদের লক্ষ্যকে অতিক্রম করে গেছি”। এই জয়ের পরে যুদ্ধোত্তর জাপান এর দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে আবে বহাল রইলেন। শিনজো আবে রবিবার সাংবাদিকদের বলেন, “আমার অবিলম্বে কিম-জং-উনের উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবো এবং তাদের মোকাবেলার জন্য কাজ করবো,” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম তাকে রবিবার রাতে অভিনন্দন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*