প্রবীণদের আয়করে বিপুল ছাড়ের ঘোষণা জেটলির

New Delhi: Union Finance Minister Arun Jaitley presents the Union Budget at Parliament, in New Delhi on Thursday. Also seen are senior BJP leader Lal Krishna Advani, Sports and Youth Affairs minister Rajyavardhan Singh Rathore and Union Transport Minister Nitin Gadkari. PTI Photo / TV Grab (PTI2_1_2018_000018B)

জেটলির বাজেটে স্বস্তি পেলেন প্রবীণ নাগরিকরা। প্রবীণদের বাড়ল সুদের হার। একইসঙ্গে প্রবীণদের আয়করেও বিপুল ছাড় দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই প্রথমবার ফেব্রুয়ারিতে বাজেট পেশ হল। লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। আবারও দেশের সবথেকে বড় ভোট ব্যাঙ্ক অর্থাৎ মধ্যবিত্তের মন পেতে চেষ্টার খামতি রাখেনি মোদি-জেটলির সরকার। প্রবীণ নাগরিকদের জন্য বড়সড় সুখবর। এবার থেকে ৮% হারে সুদ পাবে প্রবীণ নাগরিকরা। এছাড়া আয়করেও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিপুল ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ব্যাঙ্কে জমানো টাকায় আয়করের ক্ষেত্রে বদল হল কর স্ল্যাবে।

আগে ১০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হত। নয়া বাজেটে ৩০ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে রাখা টাকা থেকেও প্রাপ্ত সুদেও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা হল বাজেটে। প্রবীণ নাগরিকদের ৮০ ডি বেনিফিটেও কর ছাড়ের সীমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করল কেন্দ্রীয় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*