হিমাচলপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কী তবে জয়রাম ঠাকুর?

পাহাড়ে ফুটেছে পদ্ম। কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। তবে, হেরে গেছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমল। তাই, এবার মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ নিয়ে এসে চমক দিতে চাইছে কেন্দ্রের শাসক দল। এখনও পর্যন্ত দলের অন্দরে যাঁর নাম আসছে তিনি অবশ্য রাজনীতির ময়দানে খুব একটা নতুন নন। শোনা যাচ্ছে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে পারেন জয়রাম ঠাকুর। সেরাজ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী চেত রামকে হারিয়ে জয় পেয়েছেন তিনি।

জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম বলেন, দল যা সিদ্ধান্ত নেবে আমি তাই করব। হিমাচলে বিজেপি সরকার গড়ছে। এতেই আমি খুশি। যাঁরা আমাদের ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই। রাজ্যের উন্নতির জন্য কাজ করব। হিমাচলের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেবো।

এদিকে, এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন প্রেম কুমার ধুমল। সুজানপুর কেন্দ্র থেকে তিনি কংগ্রেসের রাজিন্দর রানার কাছে পরাজিত হয়েছেন। তাই তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার আশা শেষ। হিমাচলপ্রদেশের মোট ৬৮টি আসনের মধ্যে ৪৪টির দখল নিয়েছে বিজেপি, কংগ্রেস দখলে রেখেছে ৫১টি আসন এবং অনান্যরা জিতেছে ৩ টি আসনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*