ইন্দিরা গান্ধীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন মোদী ও রাহুলের

রবিবার, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শততম জন্মবার্ষিকী। প্রয়াত প্রধানমন্ত্রীকে জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ট্যুইট, জন্মদিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা।

এদিন সকালে, প্রয়াত প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী-সহ অন্যান্যরা। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর নাতি রাহুল গান্ধিও। টুইটারে রাহুল লেখেন, অত্যন্ত শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে দাদি তোমাকে স্মরণ করছি। তুমিই আমার পথপ্রদর্শক। তুমিই আমাকে লড়াই করার শক্তি দিয়েছ।

ভারতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯১৭-র ১৯ নভেম্বর জন্ম গ্রহন করেন তিনি। ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং পরে ১৯৮০-র জানুয়ারি থেকে জীবনের শেষদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৪-র অক্টোবরে আততায়ীর বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরার পড়াশোনার শুরু বিশ্বভারতীতে। এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি।

১৯৫৯-এ কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। বাবার মৃত্যুর পর রাজ্যসভার সদস্য হন ইন্দিরা এবং পরে মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

প্রসঙ্গত,১৯৬৬ সালে কংগ্রেস সংসদীয় দলের নেতা নির্বাচনে বিরোধী মোরারজি দেশাইকে হারিয়ে দেন ইন্দিরা। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ইন্দিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*