চাকরি খোয়াতে পারেন প্রায় ১৩ হাজার রেলকর্মী

সঠিক কোনও কারণ না জানিয়ে দীর্ঘদিন ধরে ছুটি নিয়ে বসে রয়েছে যারা তাদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলো রেল ৷ এর জেরে চাকরি হারাতে পারেন রেলের প্রায় ১৩০০০ কর্মী ৷

রেল মন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি রেলের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে যারা দীর্ঘদিন ছুটিতে রয়েছে কোনও সঠিক কারণ না জানিয়ে তাদের চিহ্নিত করতে ৷ সেই তদন্তে নেমেই ১৩ লক্ষ কর্মীদের মধ্যে ১৩০০০ কর্মীকে চিহ্নিত করা হয়েছে যারা দীর্ঘ সময় অননুমোদিত ছুটিতে রয়েছেন। সম্প্রতি, ভারতীয় রেল একটি ক্যাম্পেন শুরু করে। যেখানে ভারতীয় রেলের পারফর্ম্যান্সে উন্নতি করার জন্যে কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষভাবে তৎপর হয়েছে সংশ্লিষ্ট দফতর। রেলের যেসমস্ত কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করে, তাদের উদ্বুদ্ধ করার জন্যে যারা দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছে, তাদের কাজ থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার এক বিবৃতি দিয়ে একথা জানিয়েও দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*