বিশাখাপত্তনমে সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারত -শ্রীলঙ্কা আজ মুখোমুখি

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জেতার জন্য তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের সামনে রবিবার জয় ছাড়া কোনও রাস্তা নেই। এ বার সিরিজ জয়ের সুযোগ বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে বরাবরই ব্যাট ও বলের লড়াই তুঙ্গে ওঠে। একবারই এখানে তিনশোর বেশি রান উঠেছে। পেসার ও স্পিনার, দু’পক্ষই সাফল্য পেয়েছে এখানে। আর এখানেই মহেন্দ্র সিং ধোনির পয়া মাঠ। জীবনের প্রথম সেঞ্চুরই পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই এসেছিলো। আর ১১০ রান করতে পারলেই তারো একদিনের আন্তর্জাতিকে ১০০০০ রানের মাইলস্টোনে পৌঁছবেন তিনি।

এখানকার পরিবেশ অনেকটা কলম্বোর মতো। যা শ্রীলঙ্কাকে সাহায্য করতে পারে। সে জন্য ভারতীয় শিবির চাপে আছে। শনিবার ওয়াশিংটন সুন্দরকে নেটে দেখা যায়নি। শোনা গেল তিনি নাকি অসুস্থ। তাঁর জায়গায় কুলদীপ যাদবকে দেখা যেতে পারে। দু’বছর আগে এখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে অমিত মিশ্র পাঁচ উইকেট পেয়েছিলেন। উইকেট তেমনই থাকলে যুজবেন্দ্র চহালের সঙ্গে দলে আর একজন বিশেষজ্ঞ স্পিনার দরকার হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*