সিরিজ রক্ষার লড়াইয়ে আগামীকাল মোহালিতে নামছে ভারত

ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ভারত কোনঠাসা। তিন ম্যাচের সিরিজে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মোহালিতে নামছে ভারত।

শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে হারিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম নেওয়ার জন্য নিজেকে একদিন ও টি-২০ থেকে সরিয়ে নিয়েছিলেন। এরই মধ্যে অনুষ্কার সাথে ইতালিতে বিয়েটাও সেরে নিয়েছেন। তার জায়গায় অধিনায়ক হওয়া রোহিত শর্মার নেতৃত্বে ভারত শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে। সবচেয়ে খারাপ ব্যাপার শ্রীলঙ্কার কাছে প্রথম একদিনের ম্যাচে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছে ভারত। একা ধোনি ৬৫ রান না করলে অবস্থা যে কি হতো তা বলা মুশকিল।

বুধবার মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া ভারত সিরিজে সমতা ফেরাতে। আগামীকালের ম্যাচে ধর্মশালার হারকে ভুলে মোহালিতে জয়ের রাস্তায় ফিরতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। সূত্রের খবর, দ্বিতীয় ম্যাচে নামার আগে দলে দু’টি পরিবর্তন আনতে চলেছে ভারত। প্রথম ম্যাচে রান না পাওয়া মণীশ পাণ্ডে বা দিনেশ কার্তিকের জায়গায় দলে ঢুকতে পারেন অজিঙ্ক রাহানে এবং মোহালি উইকেটের বাউন্সকে মাথায় রেখে কুলদীপ যাদবের পরিবর্তে দলে ঢুকতে পারেন সিদ্ধার্থ কল। সেক্ষত্রে তার আভিষেক ম্যাচ খেলার সম্ভাবনা।

অন্যদিকে, নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক থিসারা পেরেরার কাছে সিরিজ জেতার দারুণ সুযোগ কাছে। যারা ভারতে এসে সিরিজ জিতেছে এমন বিদেশি দল কমই আছে। আগামীকাল মোহালিতে তারা যে জেতার জন্য ঝাঁপাবে তা বলা বাহুল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*