কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয়দের ব্যর্থতার মাঝে উজ্জ্বল পান্ডিয়া

আজ কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ ২০৯ রানে অল আউট হয়ে যায়। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে। দুটো উইকেটেই নিয়েছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে এর আগে ভারত প্রথম ইনিংসে ২০০ ওপর রান করেছে শুধুমাত্র এই হার্দিক পান্ডিয়ার সৌজন্যে। শেষের দিকে আরেকজন সহায়তা করার কেউ থাকলে হয়তো আজকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও হয়ে যেতো পান্ডিয়ার। কিন্তু ৯৩ রানে পান্ডিয়া আউট হয়ে যান। ভুবনেশর কুমার ২৫ রান করেন। ফিল্যান্ডের মতো রাবাদাও ৩ উইকেট নেন।
———————————————————————————————
আজ কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত চা পানের বিরতি পর্যন্ত ৭ উইকেটে ১৮৫ রান করেছে। আজ দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে ভারতীয় ব্যাটসম্যানরা অসহায় ভাবে আত্মসমর্পণ করলো। রোহিত শর্মা প্রথমেই আউট হয়ে গিয়েছিলেন মাত্র ১০ রানে। তারপর একে একে আউট হয়ে যান পুজারা(২৬), অশ্বিন (১২) এবং ঋদ্ধিমান সাহা (০)। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্যান্ডার ৩টি, স্টেন ২টি, মর্কেল ১টি এবং রাবাদা ১টি উইকেট নেন। ভারিতের ৯২ রানে ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে খেলা ধরেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভুবনেশ্বর কুমারকে সাথে নিয়ে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন চা পানের বিরতি পর্যন্ত। শুরু থেকেই হার্দিক পান্ডিয়া চালিয়ে খেলতে থাকেন। তিনি ৮১ রানে ভুবনেশ্বর কুমার ২৫ রানে অপরাজিত থাকেন।
—————————————————————–
কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত লাঞ্চ পর্যন্ত ৪ উইকেটে ৭৬ রান করেছে। গতদিনের শেষে ভারত ৩ উইকেটে ২৮ রান সংগ্রহ করেছিলো। গতদিনের অপরাজিত দুই ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এবং রোহিত শর্মা শুরু থেকেই ধিরে সুস্থে খেলছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদার বলে রোহিত শর্মা ১০ রানে এলবিডব্লিউ হয়ে যান। এরপর ৬ নম্বরের ব্যাট করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ১২ রানে এবং পুজারা ২৬ রানে ব্যাট করছেন। গতকাল দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস ২৮৬ রানে শেষ করে।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*