পোর্ট এলিজাবেথে পঞ্চম ওয়ানডেতে ভারত ৫০ ওভারে ২৭৪/৭

পোর্ট এলিজাবেথে টসে জিতে পঞ্চম ওয়ানডেতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলো দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচের সিরিজে ভারত ৩-১ এগিয়ে রয়েছে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে বিরাট কোহলিরা। পোর্ট এলিজাবেথের শুকনো পিচে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর তোলাই ভারতের প্রথম লক্ষ্য। এদিন ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। আগের ম্যাচের প্রথম একাদশ নিয়েই মাঠে নামছে ভারতীয় দল।

অবশেষে রোহিত শর্মা ফর্মে এলেন। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি ব্যাট করছিলেন। ওপেনিং জুটিতে ধাওয়ানের সাথে ৪৮ রান তোলেন। শিখর ধাওয়ান ঐ সময় বেশি আক্রমণাত্মক ছিলেন। তিনি ২৩ বলে ৩৪ রান করে আউট হন। এরপর অধিনায়ক বিরাটের সাথে জুটি বাঁধেন রোহিত। রোহিত এবং বিরাট দুজনের জুটিতে ওঠে ১০৫ রান। এরপর বিরাট ৩৬ রান করে রান আউট হয়ে যান। তারপর থেকেই ভারতের রান ওঠার গতি কমে যায়। একে একে ভারতের ব্যাটসম্যানরা আউট হতে থাকেন। যতটা রান হবে ভাবা হয়েছিলো তা হয়নি। ভারত শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করেছে। আজ রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে তাঁর ১৭তম শতরান করেন। শেষ পর্যন্ত তিনি ১২৬ বলে ১১৫ রান করেন। তাঁর ইনিংসে ১১টি চার এবং ৪টি ছক্কা ছিলো। আজিঙ্ক রাহানে (৮), হার্দিক পান্ডিয়া (০) ব্যর্থ। শ্রেয়স আইয়ার ৩০ রান করেন। ধোনি ১৩ রান করেন। ভুবনেশ্বর কুমার ১৯ রান করে নট আউট থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সফল বোলার হলেন লুঙ্গিসানি এনগিডি। আজ ৪ উইকেটে দখল করেছেন তিনি। আজ তাঁর শিকার রোহিত, পান্ডিয়া, শ্রেয়স আইয়ার এবং ধোনি।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*