পোর্ট এলিজাবেথে পঞ্চম ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ দখলের ভাবনায় কোহলিরা

জোহানেসবার্গে চতুর্থ ওয়ানডে ম্যাচ ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। আজও পোর্ট এলিজাবেথে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সবকিছু মাথায় রেখে ভারতের গেম প্ল্যান কি হয় সেটাই দেখার। ওপেনার হিসাবে ব্যর্থ রোহিত শর্মা রানের খোঁজে রয়েছেন। এছাড়া ভারত ম্যাচ জেতার জন্য ভরসা করে আছে দুই রিস্ট স্পিনার চাহাল এবং কুলদিপের ওপর। যদিও আগের ম্যাচে এই দুই স্পিনার দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছে প্রচুর মার খেয়ে গিয়েছিল। সেই সব মাথায় রেখেই কোহলিরা জেতার জন্য ঝাঁপাবে। ভারতীয় দলে কোনো পরিবর্তন হবে কিনা সেটাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে শ্রেয়স আইয়ারের জায়গায় মনীশ পান্ডেকে খেলানোর একটা সম্ভাবনা আছে। পোর্ট এলিজাবেথের এই মাঠে ভারতের পূর্ব রেকর্ড মোটেই ভালো নয়। এখানে হওয়া ৫টি ম্যাচের মধ্যে ভারত একটি ম্যাচও জিততে পারেনি। এই মাঠে ভারতের টোটাল স্কোর ২০০ টপকায়নি কোনোদিন। একই সঙ্গে এই ম্যাচে বিশেষ মাইলস্টোন অপেক্ষা করে থাকতে পারে ধোনির জন্যও। ওয়ান ডে-তে দশ হাজার রান থেকে ৪৬ রান দূরে রয়েছেন ধোনি। এই সিরিজেই প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ওয়ান ডে-তে চারশো শিকারও হয়ে গিয়েছে তাঁর। এখন দেখা যাক আজকের ম্যাচ জিতে ভারত সিরিজ মুঠোয় করতে পারে কিনা?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*