সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৭৩-৫

গতকালের ২ উইকেটে ৯০ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় ইনিংসের শুরুতেই বুমরা মার্করাম ও আমলাকে তুলে ধাক্কা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইনিংসে। তারপর এলগার এবং এবি ডিভিলিয়ার্স ইনিংসকে টানতে থাকেন। চতুর্থ দিন এবি ডিভিলিয়ার্স এলগারের সঙ্গে ১৪১ রানের পার্টনারশিপ গড়ে ইনিংসের ভিত মজবুত করেন। তিনি ৮০ রান করে মহম্মদ শামির বলে আউট হন। এরপর শামি আরো দুটি উইকেট দখল করেন। এলগারকে আউট করেন শামি। ৬১ রান করে আউট হন তিনি। কুইন্টন ডি ককও শামির শিকার।
উল্লেখ্য যে, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে অধিনায়ক বিরাট কোহলির ১৫৩ রানের সৌজন্যে ভারত প্রথম ইনিংসে ৩০৭ রান করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*