সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কোহলির ৮৫ রানের সৌজন্যে ভারত ১৮৩/৫

সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংস ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে। দিনের শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত ৮৫ রানে। বিরাটের সঙ্গে ক্রিজে আছেন হার্দিক পান্ডিয়া ১১ রানে। ভারত এখনও ১৫২ রানে পিছিয়ে।
গতকাল প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৬ উইকেটে ২৬৯। প্রথম সেশনেই ৩৩৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অশ্বিন চারটি এবং ইশান্ত শর্মা তিনটি উইকেট নেন। ইনিংসের প্রথমেই ফিরে যান লোকেশ রাহুল (১০) ও চেতেশ্বর পূজারা (০)। এরপর মুরলী বিজয়কে (৪৬) নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। রোহিত শর্মা (১০), পার্থিব পটেল (১৯) বড় রান করতে ব্যর্থ হন। বিরাট ও হার্দিকই এখন ভারতের ভরসা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*