ভারত নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে টি-২০ সিরিজ ২-১ এ জিতল

প্রথম থেকেই সম্ভাবনা ছিলো ভারত ও নিউজিল্যান্ডের ট-২০ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টিতে ম্যাচ না হওয়ার, সেটাই হচ্ছিল। ম্যাচ নির্ধারিত সময়ে শুরুও করা গেলো না। যদিও বৃষ্টি কমেছিলো কিন্তু খেলা শুরু হলে এই উইকেটে স্ট্রোক করা খুবই কঠিন হয়ে যেতো।
ম্যাচ শুরু হয়েছিলো, তবে ২০ ওভারের ম্যাচ না হয়ে সেট হয়ে গেলো ৮ ওভারের ম্যাচ। টসে জিতে নিউজিল্যান্ড পরিস্থিতির পুরো ফায়দা নিয়ে ভারতকে ব্যাট করতে পাঠায়। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আইয়ার সকলে ব্যর্থ। বিরাট কোহলি(১৩), মণিশ পান্ডে (১৭) এবং হার্দিক পান্ডিয়া (১৪ অপরাজিত) র মিলিত সৌজন্যে ৮ ওভার শেষে ৬৭ রান তোলে ভারত।
এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমেই আক্রমণাত্মক ভাবে শুরু করে। কিন্তু জসপ্রীত বুমরাহ এর অসাধারণ বোলিং নৈপুন্যে ওদের ওপেনার সেইভাবে রান করতে পারেনি। এর সাথে চাহালও দারুন বোলিং করেন। উনি ২ ওভারে মাত্র ৮ রান দিয়েছেন। নিউজিল্যান্ডরা হেরে যায় মাত্র ৬ রানে।
তিন ম্যাচের সিরিজ ভারত ২-১ এ জিতল। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হলেন জসপ্রীত বুমরা।

একটি অসাধারন ক্যাচে মুনরোকে আউট করার পরে রোহিতকে নিয়ে উচ্ছ্বাস অধিনায়ক কোহলির

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*