ভারতীয় ফুটবল দলের নতুন কোচ ইগর স্টিমাচ

ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইগর স্টিমাচকে বেছে নিল ফেডারেশনের টেকনিকাল কমিটি। বৃহস্পতিবার দিল্লিতে সুনীল ছেত্রীদের হেড কোচ বাছতে বসেছিল প্রাক্তন ফুটবল তারকা ও টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপার নেতৃত্বাধীন কমিটি। ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবল তারকা তাঁর দেশকে ১৫ মাস কোচিং করিয়েছিলেন। কোচের পদ থেকে স্টিফেন কনস্ট্যানটাইনের সরে দাঁড়ানোর পরে নতুন কোচের খোঁজ শুরু করেছিলো ফেডারেশন। টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপা জানান, ফেডারেশনের সদস্যদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার পরই ইগর স্টিমাচকে বেছে নেওয়া হয়েছে।

ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন ২৫০ জন প্রার্থী ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে ২৪ জনকে বাছা হয়েছিলো। শেষ পর্যন্ত চারজনের তালিকা চূড়ান্ত করা হয়। যার মধ্যে থেকে ৫১ বছর বয়সি ক্রোয়েশিয়ার কোচকে বাছা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি। দেশের ক্লাবে কোচিং করা ছাড়াও ইরান ও কাতারের ক্লাবেও কোচিং করিয়েছেন ইগর স্টিমাচ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*