কবিতা- ‘উত্তর ? অজানা’

পার্থজ‍্যোতি,

এই কি স্বাধীনতা !
যেখানে জাতের ভিত্তিতে বিভক্ত
সমাজ রাজনৈতিক মদতে !
উস্কানিতে বাড়ে চাহিদা উত্তোরোত্তর
ভাগাভাগির রাজনীতি করে ,
কামায় কিছু স্বার্থান্বেষী।

এই স্বাধীনতাই কি চেয়েছিলো
মঙ্গল চন্দ্রশেখর ক্ষুদিরাম সুভাষ ?
এ স্বাধীনতা কি আমার আপনার অথবা যারা খুব গুরুত্বপূর্ণ নয় তাদের ?

প্রশ্ন ওড়ে আকাশে বাতাসে ।
উত্তর খুঁজি যখন থাকি একা।
পাই না , হয়তো এটা আমারই অক্ষমতা ,
স্বাধীনতা শব্দটার অর্থ হয়তো বা আমার ঠিক জানা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*