ভূত সেজে শ্লীলতাহানির অভিযোগ হোস্টেলের ওয়ার্ডেনের বিরুদ্ধে

রাতের বেলা ভূত সেজে মেয়েদের শ্লীলতাহানি করেন হোস্টেলের মহিলা ওয়ার্ডেন। চাঞ্চল্যকর এমন অভিযোগ উঠল মিরাটের কস্তুরবা গান্ধি আবাসিক স্কুলের ওয়ার্ডেনের বিরুদ্ধে। এই নিয়ে মিরাট জেলাশাসকের কাছে চিঠি লিখেছে ওই হোস্টেলেরই আট জন ছাত্রী। ঘটনাটি প্রকাশ্য আসতেই নড়েড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। পেন্সিলে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, প্রতিদিন গভীর রাতেই ভূতের মুখোশ ও পোষাক পড়ে হোস্টেলের মধ্যে ঘুরে বেড়ায় ওয়ার্ডেন। সেসময় ছাত্রীদের ভয় দেখানোর পাশাপাশি শ্লীলতাহানিও করে সে।

চিঠিতে আরও লেখা ছিল, সবসময় ওয়ার্ডেনের কাছে একটি বিশেষ ধরনের বোতল ভর্তি তরল থাকত। লাগাতার মেয়েদের চোখে মুখে ওই বোতল থেকে স্প্রে করতে থাকে সে। এর ফলে কেউই চোখমুখ খুলতে পারতনা। সেই সুযোগে মেয়েদের সঙ্গে আপত্তিজনক আচরণ করত। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাপ্রশাসক। জানা গেছে এই হোস্টেলে প্রায় ১০০ জন ছাত্রী থাকে। অনেকেই ভয়ের চোটে আর থাকতে রাজি নয় হোস্টেলে। জেলার বেসিক শিক্ষা আধিকারিক সত্যেন্দ্র কুমার জানান, তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলেই সমস্ত কিছু বোঝা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*