ঝাড়খণ্ডের অতিবৃষ্টিতে বিপর্যস্ত বাংলার জনজীবন

বীরভূম জেলার একাংশের পাশাপাশি জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার গুসকরা, আউশগ্রাম এলাকা। প্লাবিত হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর। ভরতপুর-কান্দি রাস্তার উপর দিয়ে জল বইছে। ময়ুরাক্ষী, দ্বারকা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। অজয়, দামোদরও ফুঁসছে। এর কারণ হলো ঝাড়খণ্ডে অতিবৃষ্টি। বাংলার স্বাভাবিক জনজীবন ছন্দ হারিয়েছে এই অতিবৃষ্টিতে। বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে ধানের জমি জলের তলায় চলে গেছে। বেশ কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে ফেরিঘাট। মুর্শিদাবাদে নদীবাঁধ ভাঙার ফলে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে সমস্যা আরও বাড়বে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*