ভারতেকে AIBA ওয়ার্ল্ড উইমেন ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ৫নং সোনা দিলেন অঙ্কুশিতা

নিতু (৪৮ কেজি), জ্যোতি গুলিয়া (৫১ কেজি), সাকি চৌধুরী (৫৪ কেজি) এবং শশী চোপড়া (৫৭ কেজি) – ভারতকে রবিবার গুয়াহাটিতে AIBA ওয়ার্ল্ড উইমেন ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণপদক এনে দেন। তারপর লোকাল মেয়ে অঙ্কুশিটা বোরো ৬৪ কেজি বিভাগে জিতে ভারতের হয়ে ৫নং স্বর্ণপদক এনে দেন।
হরিয়ানার মেয়ে নিতু ৪৮ কেজি বিভাগের ফাইনালে কাজাখাস্তানের ঝাজিরা উরাকবেয়েভের বিপক্ষে প্রথম জয়টি এনে প্রথম সোনা জেতেন। তারপর জ্যোতির সাথে রাশিয়ার একতারিনো মোলচানোভার ঘাড়ে-ঘাড়ে লড়াই ছিল। শেষ পর্যন্ত জ্যোতি জয়লাভ করেন। ইংল্যান্ডের আইভি-জেন স্মিথের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী হয় সাকি চৌধুরী এবং শশী ভিয়েতনামের নাগোক ডো হংকের বিপক্ষে ৩-২ ফলে জয়ী হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*