ইভিএম নিয়ে উদ্বিগ্ন, নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা তৃণমূল-সহ ২২ বিরোধী দলের

মাসানুর রহমান,

দেশজুড়ে ২২টি বিরোধী রাজনৈতিক দলের স্বাক্ষরিত স্মারকলিপি জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়ল বলে জানা গেছে। গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিরোধী রাজনৈতিক দলগুলি স্মারকলিপিতে সাক্ষর করেছে৷ ওই স্মারকলিপি পাঠানো হবে নির্বাচন কমিশনে৷কমিশনের কাছে এই বিরোধী দলগুলির মূলত দাবি, গণনার আগে ভিভিপ্যাট স্লিপ গোনা হোক৷ সে ক্ষেত্রে ইভিএম-এর সঙ্গে স্লিপ যদি না-মেলে, তা হলে গোটা বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ গোনা হোক৷

প্রসঙ্গত জানা যায় স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, অশোক গেহলট, অভিষের মনু সিংভি, কে রাজু, রাজ বব্বর, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু, সপা-র রাম গোপাল যাদব, সিপিআই(এম)-র সীতারাম ইয়েচুরি, টি কে রঙ্গরাজন, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি-র প্রফুল প্যাটেল ও মজিদ মেমন, ডিএমকে-র কানিমোঝি, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন, বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র, আরজেডি-র মনোজ ঝা, সিপিআই-এর সুধাকর রেড্ডি, ডি রাজা, এলজেডি-র জাভেদ রাজওয়া প্রমুখ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*