কন্যা সন্তানও পারে, বার্তা দিয়ে এভারেস্ট শৃঙ্গ জয় বাবা-মেয়ে জুটি

বিশেষ প্রতিনিধি, 

তিব্বত সীমানা দিয়ে মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করলেন তাঁরা৷ মানুষকে বোঝালেন কন্যাসন্তান কোনও অংশে কম নয়৷ অজিত বাজাজ ও দিয়া বাজাজ ষোল মে জয় করেন এভারেস্ট৷ মঙ্গলবার তাঁরা ফিরে আসেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে৷ সেখানেই সংবাদমাধ্যমের সামনে কন্যাসন্তানদের স্বপক্ষে বার্তা তুলে ধরেন পর্বতারোহী এই বাবা মেয়ে৷

তিপান্ন বছর বয়েসী অজিত বাজাজ বলেন প্রতিটি বাবা মায়ের উচিত নিজের কন্যা সন্তানকে সমান গুরুত্ব দিয়ে মানুষ করা৷ তাদের স্বপ্নও যাতে উড়ান পায়, তার চেষ্টা করা৷ ছেলে হোক বা মেয়ে, সবাই তার বাবা মায়ের কাছে সমান আদরের৷ কন্যা সন্তান সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ৷

অন্যদিকে, একই মত শৃঙ্গজয়ী মেয়ে দিয়ারও৷ তাঁর বাবা মাকে উদাহরণ হিসেবে রেখে দিয়া বলেন, কখনও কোনও কাজে তাঁর বাবা মা তাকে বাধা দেয়নি৷ প্রতিটি ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা৷ পাশে থেকেছেন, সমর্থন যুগিয়েছেন৷ এরকমই ভূমিকা পালন করা উচিত প্রতিটি অভিভাবকের৷ তিনি এরকম অভিভাবক পেয়ে গর্বিত বলেও জানান বছর ২৪-এর দিয়া৷

শুধু এভারেস্টই নয়, অজিত-দিয়া অ্যাডভেঞ্চারের তালিকায় রয়েছে গ্রিনল্যান্ডে স্কি করাও৷ এভারেস্টে বাবার ১৫ মিনিট আগে ওঠে সে৷ দিয়া জানায়, অক্সিজেন মাস্ক সংক্রান্ত সমস্যা মিটিয়ে তার পরে শৃঙ্গে চড়েন বাবা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*