ডিম আমদানি কমাতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

ডিম আমদানি কমাতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বর্তমানে রাজ্যে প্রতিদিন ২.৫ কোটি ডিম প্রয়োজন হয়, যার মধ্যে রাজ্যে বিভিন্ন পোলট্রি থেকে পাওয়া যায় ৭৫ লক্ষ ডিম। এছাড়া ২৫ লক্ষ ডিম বিভিন্ন খুচরো চাষীদের থেকে পাওয়া যায়। বাকি ১.৫কোটি ডিম বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয় । এই নির্ভরতা কমাতেই মুরগী পালনে আরো উৎসাহ দিচ্ছে রাজ্য । এখন বছরে ১০ হাজার চিক পালনে ৮ লক্ষ টাকা incentive পাওয়া যায়। সরকারি সহায়তায় প্রাপ্ত এই মুরগি পালন ঠিকমতো হচ্ছে কি না তার report জেলা আধিকারিকদের থেকে চেয়ে পাঠাল প্রাণী সম্পদ বিকাশ দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*