বইয়ের পাতায় ড্রিমগার্ল

নিজস্ব প্রতিবেদন : তিনি স্বপ্নচারিণী। একটা সময় ছিল যখন লাখো হৃদয়ে ঝড় তুলেছেন। তাঁর হাসি, লাস্যে তামাম দর্শক কুপোকাত হয়ে পড়ত। গতকাল তিনি পা রেখেছেন ৭০-র সদর দরজায়। এখনও তাঁর হাসি মুগ্ধ করে। তাঁর জীবনীশক্তি উন্মাদনার জন্ম দেয়। এমনিই-কী তিনি ড্রিমগার্ল। কিন্তু এই ড্রিমগার্ল হয়ে ওঠার নেপথ্যেও তো অনেক কাহিনি রয়েছে। রয়েছে অনেক সংগ্রাম, অনেক চোখের জল। জন্মদিনের রাতে মায়ানগরী মুম্বাইয়ে প্রকাশ করলেন তাঁর জীবনী ‘বিয়ন্ড ড্রিম গার্ল’। রামকমল মুখোপাধ্যায়ের লেখা এই বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, হেমার কন্যা ইশা দেওল, পরিচালক সুভাষ ঘাই, রমেশ সিপ্পি-সহ অনেকে। হেমা চাইতেন দীপিকার হাতেই তাঁর বইয়ের উদ্বোধন হোক, এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে দীপিকাই তাঁর সবথেকে পছন্দের, নিজের সঙ্গে খানিকটা মিলও পান। বই প্রকাশের পর শুরু হয় আলাপচারিতা। কথায় কথায় জানালেন, স্বামী ধর্মেন্দ্রর আগের পক্ষের সন্তান হলে কী হবে, সানির সঙ্গে সম্পর্ক নাকি বেশ মজবুত। তিনি অসুস্থ হলে সানিই ছুটে আসে, আর সানিকে দেখে খানিকটা স্বস্তি পান তিনিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*