দিন্দা-শামির আগুনে বোলিং

মঙ্গলবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার পাশে বাংলার ন’জন স্লিপ ফিল্ডার! এই ফিল্ডিং নিয়ে উল্টো দিক থেকে আগুনে বোলিং করে গেলেন অশোক দিন্দা ও মহম্মদ শামি। আর তাতেই শেষ ছত্তিশগড়ের ব্যাটিং।
নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন অশোক দিন্দা। দুই ইনিংসে দশ উইকেট নিয়ে বাংলাকে ইনিংস ও ১৬০ রানে ম্যাচ জিতিয়ে দিলেন। সাথে পেলেন মহম্মদ শামিকেও। ছত্তিশগড়ের বিরুদ্ধে জয় পেতে কুড়িটা উইকেটের মধ্যে বাংলার দুই পেসার আঠেরোটাই নিলেন । মঙ্গলবার ইনিংস জয়ের জন্য বাংলার দরকার ছিল পাঁচ উইকেট। মাত্র ১০.৪ ওভারের মধ্যে সেই কাজ সেরে ফেলেন দলের দুই পেসার। গোটা ম্যাচে দিন্দা দশটা ও শামি আটটা নিলেন।
দুই ম্যাচে দশ পয়েন্ট পেয়ে এখন গ্রুপের শীর্ষে বাংলা। এ বারে রঞ্জিতে বাংলা রয়েছে গ্রুপ ‘ডি’-তে। মনোজদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বিদর্ভ, হিমাচল প্রদেশ, ছত্তীশগঢ়, গোয়া, পঞ্জাব, সার্ভিসেস। বাংলার পরের ম্যাচ ১ নভেম্বর হিমাচল প্রদেশের বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*