ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে আরও জোর

ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে চলতি অর্থবর্ষের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হয়েছে। সাইবার স্পেস থেকে ওয়াইফাই, হটস্পট সহ একাধিক খাতে যেমন বরাদ্দ বাড়ানো হয়েছে, ঠিক তেমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে।

এখন একনজরে দেখা যাক ডিজিট্যাল ইন্ডিয়ার উন্নয়নে কী উদ্যোগ নেওয়া হয়েছে।

· ডিজিটাল ইকোনমি : আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা বাড়াতে নীতি আয়োগ একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করবে।

1. দেশের বিভিন্ন এলাকায় ৫ লক্ষ ওয়াইফাই হটস্পট বসাবে তারা।

2. সাইবার স্পেস নিয়ে বিজ্ঞানমন্ত্রক একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করবে।

3. ডিজিটাল ইন্ডিয়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

4. ক্রিপ্টোকারেন্সিকে আইনি করবে না কেন্দ্রীয় সরকার। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে লেনদেন হয় তা পুরোপুরি বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে।

তবে মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ২০ শতাংশ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*