ধোঁয়ায় ঢাকল রাজধানী শহর

সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শত চেষ্টা করেও দিল্লিকে দূষণমুক্ত করতে পারলেন না তিনি। অড-ইভেন ফর্মুলার মতো বিষয় ভাবলেও শেষ পর্যন্ত তা কাজে এল না। দূষণের জেরে ধোঁয়াশার চাদরে মুখ ঢেকেছে রাজধানী শহর। প্রতি বছরের মতো এ বছরও দিল্লির বাতাসে ধোঁয়া ও কুয়াশা মিলে তৈরি হয়েছে বিষাক্ত স্মগ। যার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় দিল্লিবাসীর। মাত্রাতিরিক্ত দূষণের কারণেই এই ধোঁয়াশা। এয়ার পলিউশন মিটারে যার মাত্রা ৪১১ ছাড়িয়ে গিয়েছে। ঘটনার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। ট্যুইটারে কেজরি জানিয়েছেন, প্রতিবছরই এই সময় গ্যাস চেম্বারে পরিণত হয় দিল্লি। মূলত এই সময়ে দেশ উৎসবে মেতে ওঠে, ঠিক সেই কারণেই এই স্মগ। অন্যদিকে দূষণের কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়াকে রাজধানী শহরের সমস্ত স্কুল কিছুদিন বন্ধ রাখার আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ বহু মানুষের চোখ জ্বালা করছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্টও। অন্যদিকে দিল্লির দূষণ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে মার্কিন দূতাবাসও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*