দাদার সাথে দাদাগিরিতে রানি

রানী মুখার্জি অভিনীত ‘হিঁচকি’ সিনেমাটি আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত এই সিনেমাতে রানীর চরিত্র নয়না মাথুর টরেট সিনড্রোম নামের একটা বিশেষ রোগে আক্রান্ত। নার্ভাস সিস্টেম ডিস-অর্ডারের জন্য মানুষ এই রোগে আক্রান্ত হয়। জীবনের নানা প্রতিকুলতাকে জয় করে কীভাবে দুর্বলতাকে শক্তিতে পরিণত করা যায় সেই দিকটিই ‘হিঁচকি’তে দেখানো যাবে। সবাই ধরে নিয়েছিল নয়না কখনই শিক্ষকতা করতে পারবেন না। সেই ধারণাকে ভুল প্রমাণিত করতেই সিনেমায় নয়নার সংগ্রাম। কলকাতা এসেছেন রানী। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় দাদাগিরি অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন তিনি। সাথে ‘হিঁচকি’ সিনেমার প্রচারও করেছেন। এই বিশেষ পর্বের শুটিং করতে মুম্বাই থেকে কলকাতায় এসেছেন রানী। অন্যদিকে সৌরভও যুব ক্রিকেট বিশ্বকাপের কমেন্ট্রি করতে নিউজিল্যান্ডে ছিলেন। ব্যস্ততার মধ্যেও পর্বটির শুটিং সম্পূর্ণ করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*