সাইক্লোন অক্ষির দাপট, চলছে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি

সাইক্লোন অক্ষি আছড়ে পড়ল লাক্ষাদ্বীপ উপকূলে। সাইক্লোনের দাপটে কার্যত বিপর্যস্ত কেরল ও তামিলনাড়ুর জনজীবন। অনবরত চলছে ঝোড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টি। দুয়ের দাপটে চেনা শহরদুটির একেবারে জরাজীর্ণ অবস্থা। রাস্তায় ভেঙে পড়েছে অসংখ্য গাছ। যার জেরে ব্যহত হচ্ছে যান চলাচল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনই কমবে না দূর্যোগ। বরং শুক্রবার থেকে আরও জোরালো হবে পরিস্থিতি। উদ্ধারকারী দল কাজে নামলেও পরিস্থিতি সামাল দিতে তাঁদেরও বেশ বেগ পেতে হচ্ছে বলে খবর। পাশাপাশি, ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। জানা গিয়েছে বৃহষ্পতিবার রাত থেকে ৯০থেকে ১০০ কিলোমিটার প্রতিঘন্টায় বইবে সাইক্লোন। জানা গিয়েছে, সময় যত গড়াবে ততই জোরালো হবে অক্ষি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*