বুধবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন, বৃহস্পতিবার আরও তাপমাত্রা কমার পূর্বাভাস

শীত শেষপর্যন্ত এসেই পড়লো শহরে। হ্যাঁ, আজ বুধবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে ১৩.৭ ডিগ্রি সেলিসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামবে। গত ২৭ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার তার থেকেও কমলো তাপমাত্রা। বৃহস্পতিবার পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

বুধবার সকাল থেকেই সক্রিয় উত্তুরে হাওয়া। আর তার জেরেই তাপমাত্রা ক্রমশ কমছে। আগামী দু দিনে জেলার তাপমাত্রাও আরও নীচে নামবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা। এদিকে, ঘন কুয়াশায় ঢাকা জাতীয় সড়ক ও রেল লাইন। দৃশ্যমানতা কম থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন। ব্যহত হচ্ছে বিমান পরিষেবাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*