আমদের সরকার যে মানুষের পক্ষে তা আরও একবার প্রমাণ আমাদের বাজেটে: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার পর সাংবাদিক সম্মেলনে বললেন,

আমাদের সরকার কৃষি, শিল্প ও কর্মসংস্থানে মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে বাজেট করেছে।

সবুজশ্রী থেকে সমব্যাথী আমাদের স্কিম আছে।

নোটবন্দী এবং জিএসটি প্রতিবার দেখেছে। আমাদের সরকার নেগেটিভ নেই, উলটে পজিতিভ করেছে। এই সরকার মানুষের পক্ষে কাজ করেছে। মানুষের বোঝা কমিয়ে সুখে রাখার জন্য অনেক আর্থিক সংস্কার করেছে।

হাজার হাজার কোটি টাকা দেনা শোধ করে যে স্কিম দিয়েছি তা কোথাও পাওয়া যাবে না। ৯০% লোকের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে দিতে পেরেছি।

কৃষকদের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে নানা পরিকল্পনা করেছে সরকার।

সবজী তহবিল তৈরী করা হয়েছে।

যে পরিবারের বছরে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে আয়, সেই পরিবারে মেয়ের বিয়ের সময় ২৫০০০ টাকা করে দেওয়া হবে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে রূপশ্রী।

এতটা ঋণের বোঝা না থাকলে সব বিষয়ে এক নম্বরে হতে পারতাম।

অ্যাডমিন রিভিউ মিটিং হয়। অনেক কাজ হয়।অ্যাডমিন রিভিউ মিট(প্রশাসনিক বৈঠক) গুলো করে আমরা এতো ভালো ফল করতে পেরেছি।

গ্রাম আমাদের সম্পদ। গ্রামীণ উন্নয়নের দিকে নজর রেখে আমাদের এই বাজেট।

বাংলা সমাজ সংস্কার ভালোবাসে। আরও করে যাবে।

আমাদের তো মাইনে ১ তারিখ দিতে হয় কিন্তু কেন্দ্র দিচ্ছে ১৫ তারিখে। এতে সমস্যা হয়। কেন্দ্রের ভাবা উচিত।

আমরা বলেছিলেম এতো তাড়াতাড়ি জিএসটি করো না। তারপরও পরিকল্পনাহীন ভাবে জিএসটি লাগু করেছে কেন্দ্র।

পেট্রোল ডিজেলের দাম রোজ বাড়ছে। বাড়তি বোঝা চাপানো হচ্ছে।

যদিও এদিন বাম ও কংগ্রেস রাজ্যের এই বাজেটেকে ভোগাস বাজেট বলে কটাক্ষ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*