কৃষ্ণনগরে সরকারী সভায় একাধিক পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

কৃষ্ণনগর গভ: কলেজ ময়দানে সরকারী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে নদীয়া জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, একাধিক পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ১২ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

এদিন একাধিক পরিষেবা প্রদান করার পর মুখ্যমন্ত্রী বলেন,

আমি পঞ্চায়েত দফতরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ প্রায় ১৩ হাজার কিলোমিটার রাস্তা তৈরি কাজ শুরু করে দিলাম। এর আগেও আমরা কয়েক হাজার কিলোমিটার রাস্তার কাজ শুরু করে দিয়েছি। আমরা রাস্তা তৈরিতে এক নম্বরে। আমরা আবাসন দফতরের আওতায় বাংলার বাড়ি প্রকল্পে সাধারণ মানুষের কাছে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমরা সব দিক থেকেই এগিয়ে। আমরা সব কাজ করে দিয়েছি এই জেলার জন্য। আগামীদিনে আরও উন্নয়ন হবে।

যে নদীয়া জেলায় বিগত ৩৪ বছর ধরে কোনও কাজ হয়নি। সেই নদীয়া জেলায় এখন উন্নয়নের জোয়ার বইছে।

আমরা কৃষকদের জমির খাজনা মুকুব করে দিয়েছি। এটা কৃষকদের বড় পাওনা। আমরা কৃষকদের সুবিধার জন্য নানান পদক্ষেপ করেছি। কৃষকদের জন্য নানান পরিষেবা চালু করা হয়েছে।

এই জেলায় ৯০ শতাংশ মানুষের কাছে কোন কোন না কোনও সরকারী পরিষেবা পৌঁছে গেছে।

মনে রাখবেন এটা মা মাটি মানুষের সরকার। আমরা এমন কোনও কাজ করি না যাতে মানুষের উপর বোঝা চাপায় না। আমরা সাধারণ মানুষের সরকার। আমরা সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাই না।

ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব। ওরাই আমাদের আগামী ভবিষ্যৎ।

প্রতি বছর ছাত্র-ছাত্রীরা সাইকেল পাবে।

আমরা এবার বাজেটের পর প্রথম প্রশাসনিক বৈঠক করলাম এই(নদীয়া) জেলায়। আমি আগামী ১৬ তারিখে ঝাড়গ্রামেও প্রশাসনিক বৈঠক করবো।

রিপোর্টার – রফিকুল জামাদার

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*