মৃত আফরাজুলের পরিবারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি

রাজস্থানে কাজ করতে যাওয়া মালদার যুবক মহম্মদ আফরাজুলের পরিবারকে শুক্রবার ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজস্থানের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের রাজ্যেরই মালদার ছেলে আফরাজুল খানকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুরোপুরি অসহায় হয়ে পড়েছে মৃত আফরাজুলের পরিবার। আমাদের সরকার দুঃখী পরিবারটির হাতে ৩ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরিবারেরই যোগ্য একজনকে চাকরিও দেওয়া হবে। এছাড়াও রাজ্য সরকার যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান সাংসদ ও মন্ত্রীদের একটি দলকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পাঠাচ্ছেন তিনি। দলে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায় ও সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। মৃত আফরাজুলের পরিবারের সঙ্গে দেখা করবে দলটি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে রাজস্থানের রাজসামন্ডে কন্ট্রাক্ট লেবারের কাজ করতে যান আফরাজুল। শোনা যাচ্ছে, অভিযুক্তের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। খুনের মূল অভিযুক্ত শম্ভুলাল রেগারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আফরাজুলকে শম্ভুলাল রেগার লেবারের কাজ দেওয়ার জন্য ডেকে আনে, এরপর কুঠার দিয়ে মারে এবং পরে পুড়িয়ে নৃশংসভাবে খুন করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*