সিঙ্গুরে সোনার ধান ফলছে, এটা আমাদের গর্বঃ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের কৃষি খামার মাঠে মাটি উৎসবের সূচনা করলেন। তিনি এই উৎসবে বললেন,

বাংলায় যখন মাটি উৎসব চালু হয় একমাত্র আমরা মাটি উৎসব চালু করেছিলাম। এই মাটি তীর্থ চালু করে ছিলাম কৃষকদের মাটি সম্পর্কে ধারণা, কৃষি সম্পর্কে ভালো ধারণা দেওয়ার জন্য।

সিঙ্গুরে সোনার ধান ফলছে এটা আমাদের গর্ব। আমরা বাংলা ফসল বিমা চালু করেছি। ৪৫ লাখ কৃষকরা এর সুবিধা পায়। কৃষক ভালো থাকলে তবে আমরা ভালো থাকবো। এই জেলা নির্মল বাংলা হওয়াতে আমি খুব খুশি হয়েছি। এটা নিয়ে ৫টা জেলা নির্মল বাংলা হয়েছে।

এখানে বিদ্যুতের সাব-স্টেশন তৈরী করা হয়েছে।

২৯ জানুয়ারী বাংলায় বাড়ি দেওয়া হবে। এটা বাংলার মানুষের জন্য। টাকা বাঁচিয়ে আমরা আরো রাস্তা বাঁচাবো। দ্রুত এর কাজ শেষ করতে হবে। ৫ লাখ বাড়ি দেওয়া হবে রাজ্য জুড়ে।

বাংলা চোখ রাঙানী সহ্য করে না। মোটা চাল খাবো, মোটা রুটি খাবো, কারোর কাছে মাথা নত করবো না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*