কাঁকসার ১৫০০০ মানুষের কাছে সরকারী পরিষেবা তুলে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ পশ্চিম বর্ধমানের কাঁকসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০০০ মানুষের কাছে সরকারী পরিষেবা তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন। নতুন জেলা হওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানে এসে সরকারী পরিষেবা প্রদান করেন। তিনি জানান,

এখানে কাঁকসার শিবপুরে অজয় নদীর ওপর নতুন সেতু তৈরী করতে চলেছে সরকার। ১৬৫ কোটি টাকা খরচ হবে। ২০কিমি রাস্তা কমে যাবে। আগামী ২-৩ তারিখ নাগাদ অফিসিয়ালি সিলান্যাস করে দেওয়া হবে।

কাঞ্চনপুর, বাসুদেবপুরে জল সরবরাহ করা হবে। ১০০০টি সারাবাংলায় অ্যাম্বুলেন্স এবং এই জায়গায় ১১টি দেওয়া হলো। বিনা পয়সায় যাতায়াত করবে। জীবনদায়ী ওষুধ থাকবে।

ডিভিসি একালায়, দামোদরের নিচু এলাকায় সেচ এবং বন্যার জন্যে ২৬৬৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

৫৭ লাখ ছেলেমেয়েরা এসসি, এসটি সরকারী সাহায্য পায়। সাঁওতালিরা আমাদের গর্ব। আলচিকিতে কোনো একদিন কলেজ হবে, এটা আমাদের লক্ষ্য। সব সমাজের জন্য করতে হবে।

আমরা ভাগাভাগি করি না। সবাই পরিবারের আপনজন। সবাই সরকারী সাহায্য পায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*