সিনেমাওয়ালাদের ভিড় বাংলার আঙিনায়

মাসানুর রহমানঃ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সরগরম কলকাতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত সিনেমাওয়ালাদের ভিড় বাঙলার আঙিনায়। চলচ্চিত্র প্রেমী মানুষগুলোর কাছে এ কোনো উৎসবের থেকে কম নয়। সাক্ষাৎকারে এমনই কিছু নামী- অনামী, খ্যাত- অখ্যাত, চেনা-অচেনা পরিচালক- প্রযোজক- অভিনেতা- অভিনেত্রীদের মুখোমুখি রোজদিন।

পরিচালক সতীশ বাবুসেনান ও সন্তোষ বাবুসেনান এর সিনেমা “লস্ট মারাভী”। এটি একটি মালায়ালাম সিনেমা। রাজেন্দ্রপ্রসাদকে ঘিরে এক বেশ দারুন কাহিনী এই সিনেমার। ছবির নায়িকা নিনা চক্রবর্তী, বাংলা সিরিয়ালেও এক পরিচিত মুখ। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছেড়ে দিয়ে অভিনয় কেই পোশা হিসাবে নিয়েছেন। এই ছবির এক বিশেষ জায়গায় “ধন ধান্যে পুস্পে ভরা” গানটি বাংলায় ব্যবহৃত করা হয়েছে যা গেয়েছেন ছবির নায়িকা নিনা নিজেই। সব মিলিয়ে মিশিয়ে দর্শক দেখে এক ভিন্ন স্বাদ পাবেন এমনটাই আশাবাদী পরিচালক দুই ভাই।

পরিচালক উৎপল ভোজপুরির সিনেমা “ইসু”। এটি একটি চাইল্ড নোবেল। আসামীয়া আদিবাসী মহিলাদের এক করুণ  ও সত্য কাহিনীর বাস্তব চিত্ররূপ তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শকদের মনে এক গভীর সচেতনতার ছাপ ফেলবে এমনটাই ধারনা ছবির পরিচালকের।

বরুন চৌধূরীর সিনেমা “আভিচি” যা সংষ্কৃত ও পালি ভাষায় তৈরী। বেশ বড়ো বাজেটের এই সিনেমাটি বেশ উপভোগ করবে দর্শকরা এমনটাই ভাবছেন ছবির নির্মাতারা।

আদিত্য কৃপালনীর সিনেমা “টিকলি অ্যান্ড দ্য লক্ষ্মী বোম্ব”। নিষিদ্ধ পল্লির দুই বিশেষ চরিত্র টিকলি ও লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে চিত্রাঙ্গদা ও বিভাবরী। অভিনেত্রী ও পরিচালক শতরূপা সান্যালের মেয়ে এই চিত্রাঙ্গদা। এই সিনেমায় চিত্রাঙ্গদা ও বিভাবরী দুই যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে মিশিয়ে এক ভিন্ন স্বাদের বড়ো ছবিটি বেশ সাড়া জাগাবে দর্শক মহলে আশাবাদী পরিচালক আদিত্য কৃপালনী।

তুর্কি সিনেমা “দ্য ডিসএনচ্যান্টেড” ছবির কাহিনী সম্পর্কে বিশেষ কিছু না বললেও তুর্কি পরিচালক সেলিম গুনে ও তার প্রযোজক স্ত্রী নুর গুনে বলেন আমরা আশাবাদী এ ছবি দর্শকরা বেশ উপভোগ করবে।   

সবটা মিলিয়ে মিশিয়ে কলকাতা পুরোটাই সিনেমাময়। রকমারী সাজগোজ, আড্ডা আর টিকিটের লাইনে লম্বা লাইনে ভিড়ে ঠাসা নন্দন সহ কলকাতার আরও কিছু বড় সিনেমাহল। বিনোদনের এই বিশেষ উৎসব যা আরও জাগিয়ে তুলবে আপনার সিনেমাপ্রেমকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*