“পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৭”-এর শুভ উদ্বোধন হল আজ, রবীন্দ্রসদনে

“পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৭”-এর শুভ উদ্বোধন হল আজ সন্ধ্যায় রবীন্দ্রসদনে। এই উৎসব চলবে ২৪শে নভেম্বর থেকে ৭ই ডিসেম্বর। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি যোগেন চৌধূরী, সহ বিশেষ গুনী শিল্পীরা। মহা সম্মানে সম্মানিত করা হয়েছে চারজন গুনী চারুকলা শিল্পীকে, এছাড়াও চার গুনী শিল্পীকে সম্মানিত করা হয়েছে বিশেষ সম্মাননায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলায় সুন্দর সাংস্কৃতিক পরিমন্ডল ফিরে এসেছে। শিক্ষা, শিল্প, সংস্কৃতিতে বাংলা আরও গৌরবময় হয়ে উঠছে দিনদিন। সকল গুনি চারুকলা শিল্পীদের তিনি নিজে হাতে সম্মাননা প্রদান করেন। ইন্দ্রনীল সেন বলেন চারুকলা শিল্পে বাংলার শিল্পীরা বিশ্ববন্দিত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই শিল্পের নতুন উদীয়মান শিল্পীরা বাংলাকে আরও বিশেষভাবে বিশ্বের দরবারে চারুকলা শিল্পে তুলে ধরবে। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে নতুন উদীয়মান চারুকলা শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়।

চিত্র গ্রাহকঃ প্রশান্ত দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*