রবিবার CAT 2017 এন্ট্রান্সে ২.৩ লাখের উপর পরীক্ষার্থী

২৬শে নভেম্বর ২০১৭ রবিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট লখনৌ (IIM), CAT 2017 এন্ট্রাস পরীক্ষার আয়োজন করে। মোট ২,৩১,০৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এই বছর পরীক্ষাটি দুইটি সেসনে ভাগ করা হয়েছে। পরীক্ষার্থীদের দুটো সেকশনেই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে কয়েকটি প্রশ্ন MCQs করা হয়নি।
CAT 2017 ১৪০টি শহর জুড়ে পরীক্ষাটি আয়োজিত হয়েছে। প্রার্থীদের পছন্দ অনুযায়ী চারটি শহর নির্বাচন করার বিকল্প ছিলো। এই বছর ট্রান্সজেন্ডার প্রার্থীদের সংখ্যা গত বছর ২২ থেকে বেড়ে ৩১ হয়েছে বলে প্রফেসর দ্বিবেদি জানান। গত বছর ৯২১ জন ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী, এবারের সংখ্যা ৯১০।
প্রার্থীদের নির্বাচন লিখিত পরীক্ষার (WAT), গ্রুপ আলোচনা (GD) এবং ব্যক্তিগত সাক্ষাত্কার (PI) এর ভিত্তিতে করা হবে। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্রায় ২০ টি IIM ইনস্টিটিউটে সব নির্বাচিত প্রার্থীকে ভর্তি করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*