বিয়ের নিমন্ত্রণ কার্ডে সরকারী লোগো ব্যবহার করে বিপাকে বিজেপি বিধায়ক

মেয়ের বিয়ের নিমন্ত্রণ কার্ডে সরকারি লোগো ব্যবহার করে বিপাকে পড়লেন উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর। হরিদ্বারের জ্বালাপুরের বিধায়ক তিনি। মেয়ের বিয়ের কার্ডে সরকারি লোগো ব্যবহারের পরই শুরু হয়েছে বিতর্ক। যদিও ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিধায়ক সাফাই দেন যে, তিনি একজন গরিবের মেয়েকে নিজের মেয়ের মতো করে বিয়ে দিচ্ছেন। সেটা কেন কেউ দেখছে না? পাশাপাশি সুরেশ আরও বলেন, তিনি সরকারের একটা অংশ। সুতরাং কার্ডে লোগো ব্যবহার তিনি করতেই পারেন। এছাড়াও এই কাজ করে তিনি যে কোনওরকম অন্যায় করেছেন তা কোনওভাবেই স্বীকার করতে চাননি তিনি।

যদিও প্রশ্ন উঠছে, সরকারি লোগো কি ব্যক্তিগত কাজে লাগাতে পারেন বিধায়ক ? তবে সুরেশ রাঠোরই প্রথম নন। গত বছরের মার্চ মাসে বিয়ের নিমন্ত্রণ কার্ডে স্বচ্ছ ভারতের লোগো ছেপেছিলেন এক ব্যক্তি। কার্ড সমেত সেই ছবি পাঠানো হয়েছিল। ঘটনার পরই কংগ্রেস দল রাঠোরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*