বড়দিনে মাতোয়ারা শহরবাসী

বড়দিনের উৎসবে মেতে উঠেছে কলকাতাবাসী। সকাল থেকেই কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল চোখে পড়েছে। চিড়িয়াখানা, প্রিন্পেপ ঘাট, ইকো পার্ক, নিক্কো পার্কে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। পাশাপাশি বিভিন্ন জেলাতেও একই ছবি দেখা গিয়েছে। পিকনিকে মেতে উঠেছে রাজ্যবাসী। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পিকনিকে মেতে ওঠে সমস্ত বয়সের মানুষ।

এদিকে পার্ক স্ট্রীট, বো ব্যারাকসের মতো জায়গাগুলি বড়দিন উপলক্ষে সেজে উঠেছে। সকালে কলকাতাবাসী যেদিকেই থাকুক না কেন, সন্ধ্যে বেলা সকলেরই ডেস্টিনেশন সেই বো ব্যারাকস বা পার্ক স্ট্রীট। আলো ঝলমলে পার্ক স্ট্রীটে সন্ধ্যে বেলা থেকেই জনতার ঢল। সেজে উঠেছে রেস্তোরাগুলিও। সকাল থেকেই কলকাতার বিভিন্ন রেস্তোরায় মানুষের ভিড় চোখে পড়েছে।

 

আর কিছুদিন পরই নববর্ষ। ২০১৭ কে বিদায় জানিয়ে ২০১৮ কে সাদরে বরণ করে নেবেন দেশের মানুষ। প্রতিবছরের এই দিন থেকেই (২৫ ডিসেম্বর) গোটা দেশ জুড়ে শুরু হয় উৎসব। চলে ১ জানুয়ারী পর্যন্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*