বিতর্কের জেরে পিছলো নওয়াজের বইয়ের মুক্তি

নিজস্ব প্রতিবেদন : বইয়ের পাতার পর পাতা শুধু প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে সম্পর্কের কথা। কখনও কখনও রয়েছে বান্ধবীদের সঙ্গে ঘনিষ্ঠতার বর্ণনাও। নওয়াজউদ্দিন সিদ্দিকির জীবনী অ্যান অর্ডিনারি লাইফ মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দু। বিতর্কের জেরেই পিছিয়ে গেলো নওয়াজের বইয়ের মুক্তি। কবে মুক্তি পাচ্ছে তা এখন অনিশ্চিত।

নিহারিকা সিং তারপর সুনীতা রাজওয়ারের সঙ্গে সম্পর্কের খুঁটিনাটিও বইতে বর্ণনা করা হয়েছিল। প্রথম মুখ খুলেছিলেন নিহারিকা। বলেছিলেন, সম্পর্ক ছিল, কিন্তু তা কয়েকদিনের। নওয়াজ যে বিবাহিত সে কথাও গোপন করেছিল। অন্যদিকে নওয়াজ জানিয়েছিলেন, নিহারিকা তাঁর মেল ঘাটত। যে কারণে অন্য এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক শেষ হয়। প্রাক্তন ভারত সুন্দরী এবং অভিনেত্রী নীহারিকা অবশ্য নওয়াজকে মিথ্যাবাদী তকমা দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, বাস্তব জীবনেও অভিনয়টা ভালোই করেন। তবে এবার তিনি আইনের পথে হেঁটেছেন। নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে নীহারিকার আইনজীবী জানিয়েছেন, বই বিক্রির জন্য তাঁর মক্কেলকে হাতিয়ার করছেন নওয়াজ। যদিও নওয়াজ বিপদের আগাম আভাস পেয়ে ক্ষমা চেয়ে ট্যুইটারে একটি পোস্ট করেছিলেন, তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*