১০টি আরও নতুন ব্লাড ব্যাঙ্ক, ২১ কম্পোনেন্ট ইউনিট চালু হবে রাজ্যে

রাজ্যজুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০টি ব্লাড ব্যাঙ্ক। দুর্ঘটনা, বিপদ-আপদ হোক বা জটিল অসুখবিসুখ রক্তের প্রয়োজন মেটাতেই আরও বেশি উদ্যোগী রাজ্য সরকার। চলতি বছরের মধ্যেই এগুলি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সবমিলিয়ে রাজ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪। এছাড়াও রক্তের বিভিন্ন ধরনের
উপাদান পৃথকীকরণ ইউনিটকেও (ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট) আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। এরফলে এ ধরনের ইউনিটের সংখ্যা বেড়ে হবে ৩৮।

এই নতুন ব্লাড ব্যাঙ্কগুলি , তেহট্ট, দিনহাটা, নন্দীগ্রাম, মেটিয়াবুরুজ, বীরপাড়া, ডেবরা, মাথাভাঙা, ফালাকাটা এবং সাগরদিঘিতে। আর রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটে পরিণত করা হবে, চুঁচুড়া, হাওড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বারাসত, বসিরহাট, ডায়মন্ডহারবার, রামপুরহাট, ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল, নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও অন্যান্য কিছু জায়গায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*