ভারতের ম্যাপ বিকৃত করার অভিযোগ তুলল বিজেপি, অস্বীকার শিক্ষামন্ত্রীর

মাধ্যমিকের টেস্টে ইতিহাস ও ভূগোল পরীক্ষায় ভারতের ম্যাপ বিকৃত করার অভিযোগ। জানা গিয়েছে, ম্যাপে পাক অধিকৃত কাশ্মীর থেকে অরুণাচল অনেক অংশই দেখানো হয়নি। ঘটনায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দিকে আঙুল তুলেছে বিজেপি। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনই এমন প্রশ্নপত্র তৈরি করেছে। বিজেপি-র সাধারণ সম্পাদক রাজুর অভিযোগ, পড়ুয়াদের যে মানচিত্র দেওয়া হয়েছে তাতে পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন, অরুণাচল প্রদেশকে পাকিস্তান ও চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে। তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনই এ কাজ ররেছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দারস্থ হওয়ারও হুঁশিয়ারি দেন এই বিজেপি নেতা।

অন্যদিকে ঘটনার পর এদিন বিকেলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ভূগোলের ভুল মানচিত্র নিয়ে চক্রান্ত করছে বিজেপি। ওই মানচিত্র পর্ষদ ছাপায় না। পর্ষদের কোনও জলছবিও সেখানে নেই। এছাড়াও শিক্ষামন্ত্রী আরও জানান, এই মানচিত্র কে ছাপল তা খতিয়ে দেখা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই প্রশ্নপত্র কীভাবে বিভিন্ন স্কুলে দেওয়া হয় তা দেখার পাশাপাশি দোষীদের কোনওভাবেই ছাড়া হবেনা বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*