বিজেপির বিরুদ্ধে মদ আমদানির অভিযোগ কংগ্রেসের

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই গুজরাটে বিধানসভা ভোট। আর এই ভোটের সময়ই প্রতিবেশী বিজেপি-শাসিত রাজ্যগুলো থেকে বিশাল পরিমাণ মদ আমদানি করতে পারে গেরুয়া শিবির। এমনটাই আশঙ্কা করছে কংগ্রেস। আর এই আশঙ্কা নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস দল। নির্বাচণ কমিশনের কাছে তাদের আর্জি গুজরাত-সীমান্তে এখনই নজরদারি বসানো হোক। পাশাপাশি ভোটের আগে গুজরাট সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার অনুরোধও জানানো হয়। গুজরাটের প্রদেশ কংগ্রেস সভাপতি ভরতসিন সোলাঙ্কির দাবি, গোপন সূত্রে তাঁদের কাছে খবর এসেছে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্য থেকে মদ আমদানির পরিকল্পনা করছে বিজেপি। এদিকে আগে থেকেই গুজরাটে অ্যালকোহল প্রস্তুত, বিক্রি, মজুত করা এবং মদ্যপান করার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। অথচ নির্বাচনের আগে এভাবে মদ আমদানি, শুধুমাত্র সাধারণ নাগরিকের শরীরের ক্ষতিই নয়, মদ্যপান করিয়ে বহু অনৈতিক কাজকর্মও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*