কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টি অফিস থেকে পরিচালিত হচ্ছেঃ মুখ্যমন্ত্রী

আজ পাহাড় পরিস্থিতি নিয়ে নবান্নে ছিল বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহার করার সিদ্ধান্তে আমরা তীব্র বিরোধতা করি। দার্জিলিং এর কিছু হলে কেন্দ্র দায়ী হবে। আমরা নিজেরা আত্মত্যাগ করতে পারি কিন্তু দার্জিলিং কে ত্যাগ করতে পারবো না। কেন্দ্র চায় বাংলা ভাগ হয়ে যাক। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সবকিছুরই একটা নিয়ম আছে, এর উদ্দেশ্য কি? এটা একটা কেন্দ্রীয় শাসকদল বিজেপির খারাপ রাজনীতি। কেন্দ্রীয় সরকারের একটা খারাপ প্রশাসনের নিদর্শন এটা। আমরা কোনো অবস্থাতেই মাথা নত করবো না। কেন্দ্র কি চায়না দার্জিলিং এ শান্তি ফিরে আসুক। এটি অত্যন্ত রাজনৈতিক ভাবে খারাপ সিদ্ধান্ত। বিজেপি পেছন থেকে বিদেশী শক্তি ও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে দার্জিলিং এর অশান্তির জন্য। আজকের বৈঠক অত্যন্ত সদর্থক। সকলেই চায় শান্তি এবং স্থিতাবস্থা বজায় থাকুক। আমরা সবাই একসাথে কাজ করবো। পরবর্তী বৈঠক ২১শে নভেম্বর দার্জিলিং এর পিনটেল ভিলেজ-এ।
কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে দার্জিলিং এ বাহিনী ফিরিয়ে দেওয়া হোক। নাহলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবতে পারে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*