বিশ্বের সিনেমার, স্বীকৃতি বাংলায়

মাসানুর রহমান: ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষসন্ধ্যায় চূড়ান্ত পর্বের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল নজরুল মঞ্চে। একরাশ তারকা, ছবিওয়ালা ও রাজনৈতিক গুনি মানুষদের উজ্জ্বল উপস্থিতিতে এই বিদায়বেলা সাক্ষী থাকলো এক স্বর্নালি সন্ধ্যার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জী, দ্বিজেন মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বজিত চ্যাটার্জী, রাজ্যের পূর্ত যুব এবং ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যের পঞ্চায়েত-গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখার্জী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জী, পরিচালক হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ সহ আরও অভিনেতা অভিনেত্রী সহ একাধিক পরিচালক- প্রযোজক জুরি মেম্বার সহ অনেকে।
সেরা সিনেমা (নির্বাচিত হয়েছে ফ্রান্স ছবি পরিচালক লস ফেরাস, পেয়েছে ৫১ লক্ষ টাকা পুরস্কার সহ রয়েল বেঙ্গল টাইগার ট্রফি। সেরা পরিচালক হল সোয়ান ছবির নির্মাতা আসা হেলগা হেজরলেইফসডোত্তি। ইনোভেশন ইন মুভিং ইমেজ পুরস্কার পেয়েছে ইরাকি পরিচালক হাসিম মুলায়ের সিনেমা কুবাল। হিরালাল সেন অ্যাওয়ার্ড পেয়েছে টু-লেট সিনেমাটি (সিনেমার জন্য), সাউন্ড অফ সাইলেন্স (সেরা পরিচালক)। Indian language’s film special mention award পেয়েছে পদ্মমা। পরিচালক গুডবাই কাটমান্ডু (NATPAC CATAHORY)। সেরা শর্ট ফিল্ম হল পরিচালক অমৃতাংশুর – চাহাত কে গুবারে।

চিত্রগ্রাহকঃ প্রশান্ত দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*