বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, শুধু বাংলার মুকুটে নয়, সারা ভারতে নব পালক যোগ হলো। তিন হাজারের বেশি মানুষ এই কনভেনশন সেন্টারে বসতে পারবেন। তার সঙ্গে থাকছে ব্যাঙ্কোয়েট হল, ১০০ রুমের ফাইভ স্টার হোটেল, সেমিনার রুম। এর পাশাপাশি দিঘাতে ২০১৮ সালের আগস্টের মধ্যে এক হাজার আসনের কনভেনশন সেন্টার তৈরি হয়ে যাবে। কলকাতাকে দেখলে অন্য শহরগুলিকে যেন ম্লান লাগে। দীপাবলির আগে চারিদিকে যেন আলো জ্বলে উঠেছে। একদিন বাংলাই সবাইকে টেক্কা দেবে। বাংলাই হবে সেরা।

নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের জন্য খরচ হয়েছে ৫০০ কোটি টাকা এবং দিঘাতে ১০০০ আসনবিশিষ্ট কনভেশন সেন্টারের জন্য খরচ হবে ৩৫০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্পপতি ও অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে মিলিত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*