আহবান

চন্দ্রাবলী:

দিবস আমার পুলকিত আজি

তড়িৎ-বৃষ্টি হরষে ,

সবুজ চেতনা আসিল সাজি

সজীব তব পরশে ।

বৃষ্টি চুঁয়েছে মদির এ তনু

শান্ত মানস গহনে,

মৌন নীরদ কহে সহসা

বসতি আমার গগনে ।

বৃষ্টি কহিল চঞ্চল ভাষে

শুনো হে– উতলা আমি,

শ্রাবন আমায় আনিছে ডাকি

আসি নাই বর্ষব্যাপী ।।।।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*