কবিতাঃ আমি সেই পাখিটা

শ্যামাপদ মালাকারঃ

আমি সেই পাখিটা, যার
ডানার শব্দে রাতের গা’ মেপে বেড়াও দেখি!।

আরো দেখি,-দীপের সলতেপোড়া গন্ধ তার হিসেবি আঙ্গুলে নরম হৃতপিণ্ড চটকায়- –
ধীরে ধীরে জমাটি লোভের থাবা- দমবন্ধ দেহের স্বাদ কুড়িয়ে যায়- –

শিউরে উঠে কে! বাঁচার শেষ আর্তনাদে ক্রুদ্ধ অন্তর- টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে মা’য়ের বুক!
ডুকরে উঠে জননী- আপনার দুগ্ধহীনাছাতি বাকি রাতের কালোয় দেখে!।

–ইচ্ছে করে,-বাবুদের সংসার-সোপানের ফুলদানিটা ছুঁড়ে খুন করে ফেলি ধর্মটা।

পারিনা! শুধু ডানার ঝাঁপটে চুরমার করে দিই বেণুবনে ক’টা শালিখের ঝাঁক!

আমি প্রহরঘোষক নই,-
ঝাঁপটা দিলে মর্মজ্বাল অনেক লাঘব করে!।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*