আমেরিকার ফ্লোরিডায় স্কুলে আক্রমণকারীর গুলিতে মৃত ১৭ জন

আমেরিকার ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে আক্রমণকারীর গুলিতে মারা গেছে অন্তত ১৭ জন। সন্দেহভাজন ব্যক্তির নাম নিকোলওস ক্রুজ। ১৯ বছর বয়সী এই তরুণ ঐ স্কুলের ছাত্র ছিল যাকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছিল শৃঙ্খলাভঙ্গের দায়ে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে স্কুলের বাইরে গুলি চালানো শুরু করে ৩ জনকে হত্যা করে এরপর স্কুলের ভেতরে যায় আক্রমণকারী। স্কুলের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান আক্রমণকারী গুলি চালানো শুরু করার আগে ‘ফায়ার অ্যালার্ম’ বাজিয়ে দেয়। তারপর এলোপাথারি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আরো দুই জন। পরে আক্রমণকারী ক্রুজ সহ ১৭ জনকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ক্রুজকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*