অমরনাথ যাত্রীদের উপরে হামলা চালানো জঙ্গিদের খতম করলো সেনাবাহিনী

অমরনাথ যাত্রীদের উপরে হামলা চালানো ৩ লস্কর জঙ্গিকে খতম করলো সেনাবাহিনী। আরও এক জঙ্গিকে জীবিত অবস্থায় ধরা হয়েছে। অন্যদিকে, গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ১ সেনা। সোমবার কাশ্মীরের কাজিগুন্দ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সেখানেই জওয়ানদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় ৩ জঙ্গির। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবারের এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। গতকালই ২ জনের দেহ উদ্ধার করা হয়। আর মঙ্গলবার সকালে আরও একটি দেহ পাওয়া যায়। তৃতীয় জন স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। আর বাকি ২ জন পাকিস্তানি। তাদের মধ্যে একজন আবার লস্কর-ই-তইবার ডিভিশনার কমান্ডার। প্রসঙ্গত, এর আগে অমরনাথ যাত্রীদের উপর হামলার ঘটনায় জড়িত আবু ইসমাইল নামে আর এক জঙ্গিকে খতম করে সেনাবাহিনী।

চলতি বছরের জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অমরনাথ মন্দির দর্শন করে ফেরত আসার সময় পূণ্যার্থীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ৭ জন পুণ্যার্থীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*