শিখ সেনার নেতৃত্বে অক্ষয় কুমার

নিজস্ব প্রতিবেদনঃ বছরের প্রথমটা কেপটাউনে নিজের পরিবারের সঙ্গে কাটিয়ে মুম্বাই ফিরে এসেছেন অক্ষয় কুমার। এবার পালা আবার বছরভর পরিশ্রমের। হবে না কেন, খানদের থেকেও যে তিনি এখন বেশি ভরসাযোগ্য। ক্রামগত নিজেকে ভাঙছেন, এমন সব চরিত্র করছেন যা করতে যে কোনও খান ১০বার ভাববেন। এবার তাঁর লিস্টে যোগ হল হাবিলদার ইশাস সিং-এর চরিত্র। ছবির নাম কেশরী। শুটিং-এর প্রথমদিনেই ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি।

সালটা ছিল ১৮৯৭। অধুনা পাকিস্তানের পাখতুন প্রদেশের সারাগারহি তখন ব্রিটিশদের জিম্মায়। ১২ সেপ্টেম্বর সকালে আচমকাই ভেসে এল হুঙ্কার। এমন আশঙ্কা যে ছিল না তা নয়, কিন্তু তা এভাবে ঘটবে তা কেউই আশা করেনি। আফগানরা ১০ হাজারের বেশি সৈন্য নিয়ে সারগারহা আক্রমণ করে। ওই সময়ে সারগারহা ফোর্টের দায়িত্বে ছিল ব্রিটিশ সেনা দলের ৩৬ নম্বর রেজিমেন্ট, অর্থাৎ শিখ সেনা, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর চতুর্থ ব্যাটেলিয়ান। কিন্তু তাঁরা সংখ্যায় মাত্র ২১ জন। কিন্তু না, তাঁরা পালাননি, বা আপোসের পথেও যাননি। সতশ্রী আকাল হুঙ্কার দিয়ে তাঁরা ঝাঁপিয়ে পড়েন। ১০ হাজার আফগান সেনার সঙ্গে ২১ জন শিখের লড়াই অবাক হয়ে দেখেছিল ব্রিটিশ রাজ। ইতিহাস এখনও একে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধর তকমা দেয়। কিন্তু ভারতীয়রা অনেকেই এই বিষয়ে জানেন না। অক্ষয়ের কাছে এই ছবির চিত্রনাট্য আসা মাত্রই তিনি রাজি হয়ে যান। ছবির পরিচালক অনুরাগ সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*